Sunday, October 4, 2009

ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ


যখন নতুন পোস্ট লিখতে যাই, তখন সা,ই, এর এডিটরে কিছু অদ্ভুদ সমস্যা হয়। সমস্যা জানি না কি, তবে
১। ছবি বা লিংক এড করা যায় না
২। ইউটিউবের ভিডিও দিতে দেওয়া যায় না
৩। বাড়তি ইমোটিকন যোগ করতেও সেই একই সমস্যা

সমস্যার বিস্তারিত জানতে গেলে যেটি দেখি তা হলো,
Line: 55
Char: 1
Error: Object Expected
Code: 0
URL: htt://www.somewhereinblog.net/richeditor/linkinsert/?hieght=140&width=400

সমস্যা থাকবেই, সেজন্য সা,ই এর প্রোগ্রামার নিঃশ্চয় দৌড়ের উপরই থাকে। কিন্তু, কবে তা ঠিক হবে কেউ তো জানে না। আর, সেই জন্য তো পোস্টের মানও খারাপ রাখা যাবে না। তাই, যারা নতুন বা ভুলে গেছেন, তাদের জন্য এই পোস্টটি উপকারে আসবে বলে আশা করি।

১। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সুন্দর কাজ করছে। লেখার যে অংশটিকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে চান সে অংশটি সিলেক্ট করে পর্যায়ক্রমে B, I বা U ক্লিক করে দিন। পোস্ট পাবলিশ করার সময় কাজ করবে বাকিটুকু।

২। লেখায় ছবি যোগ করতে নিচের মতো করুন:
[*img|আপনার সা,ই, এ আপলোডকৃত ইমেজের লিংকটি]

৩। লেখায় লিংক যোগ করতে নিচের মতো করুন:
[*link|আপনার দেওয়া হাইপার লিংকটি|যেনামে লিংকটি দেখাবে]

৪। লেখায় ইউটিউবের ভিডিও যোগ করতে নিচের মতো করুন,
[*yt|ইউটিউবের v= পরের সেই উল্টাপাল্টা কোডটি]

উল্লেখ্য, লক্ষ্য করে দেখবেন, আমি ২,৩ ও ৪ এর * সাইন ব্যবহার করেছি। নতুবা, ব্যবহৃত কোডগুলো আপনি দেখতে পারতেন না। সুতরাং আপনারা * ব্যবহার করবেন না।

৪। ইমোটিকন যোগ করতে নিচের মতো করে ইমোটিকন কোডগুলো ব্যবহার করুন।



ধন্যবাদ সকলকে।

the post is about(tag/keyword): সা ;
written under: কম্বিনেশান, টিংচার আয়োডিন ও কুইনাইন  categories

1 comment:

  1. Writing with style and getting good compliments on the article is quite hard, to be honest.But you've done it so calmly and with so cool feeling and you've nailed the job. This article is possessed with style and I am giving good compliment. Best! blogsempire

    ReplyDelete